সময়ের খুনী

প্রতিটি মুহূর্ত জল্লাদ হয়ে আসে
প্রতিবারই ফাঁসির মঞ্চে আধ-মরা করে
ফিরিয়ে দে চার দেওয়ালে।
কখনো কখনো মুন্ড কাটিবার প্রয়াস লয়
কখনো কখনো বক্ষের দিকে তাড়িত বুলেট হয়,
আবার কখনো রক্তাক্ত মাটির উপর পড়ে থাকা
গোঙ্গানো লাশ হয়।

সময় বড্ড স্বার্থপর!
বয়স কেড়ে নিয়ে স্মৃতিগুলো পাহাড়ে রুপান্তরিত করে,
শ্রাবণের আকাশে কালো মেঘ করে তুলে
চলমান সময়টাকে।
পিছনে ফিরে তাকাতে চাই না, তবুও বেহায়া মন
টেনে হেঁচড়ে নিয়ে যায় সেইসব রঙ্গীন মুহূর্তে
যে মুহূর্তুলো আজ বড় ব্যথিত, ক্লান্ত।

কি পেলাম!
সময়ের খুনী হওয়া ছাড়া আর কি-ই-বা হলাম!
নিজেকে আজ খুনী ভাবলেই কেন জানি
ঘেন্নার থুথুতে ডুবিয়ে রাখতে ইচ্ছে হয়
এই আমি আমাকে।
সময়গুলো খুন করে আজ কয়েদী
কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করছি
লাভ নেই তাতে, কারণ আমি “সময়” এর খুনী।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “সময়ের খুনী

  1. আকর্ষণীয় একটি কবিতা। নিরন্তর শুভেচ্ছা কবি ইকরামুল শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।