তুমি চলে যেতেই

তুমি চলে যেতেই বিকেলগুলো কত যে বিষণ্ণ হলো,
ধূসর সন্ধ্যার মতো হলো হৃদয়ের স্বপ্ন ক্যানভাস।
ক্রন্দনে ভারী হলো ভোরের আকাশ, সাদা কুয়াশা,
দলে দলে উড়ে যাওয়া পাখিরা হলো পরাধীন, খাঁচার পুতুল।
তুমি চলে যেতেই নক্ষত্রহীন হলো প্রতিটি রাত, তীব্র অন্ধকারের মূর্তি,
জলের স্রোতেরা হলো আবদ্ধ বৃক্ষের ছায়া, জমাট বরফ।।
.
তুমি চলে যেতেই বুকে ভিড়লো শ্মশানের ধোঁয়া,
ঘাসেরা সব মৃত পালকের মতো ঝরলো নীরব দ্বিধায়।
মধ্য দুপুর জুড়ে নামলো ক্লান্ত দেহের অচল অবসাদ, স্থির আলস্য,
ব্যর্থ ঠোঁটে জমলো অস্পষ্ট বাক্য সংলাপ, বুকে অভিমানের পাহাড়।
তুমি চলে যেতেই চেনা উল্লাস, আবেগী হৃদয় এতটা বদলে গেলো,
যেন সকল আকাশ আর পৃথিবীর পথে নেমেছে শোকের মিছিল।।
.
২৬/১২/২০১৯
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

3 thoughts on “তুমি চলে যেতেই

  1. চমৎকার বিরহে গাঁথা কবিতা । ভালোবাসা জানবেন কবি।     

  2. "তুমি চলে যেতেই চেনা উল্লাস, আবেগী হৃদয় এতটা বদলে গেলো,
    যেন সকল আকাশ আর পৃথিবীর পথে নেমেছে শোকের মিছিল।''

    ___ সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।