প্রিয় প্রিয়তমেষু
চাঁদমুখ চাহনি
এমন রূপের আস্ফালে জ্বলেপুড়ে দেহকোষ।
প্রিয় সুজনেষু
এলোকেশ আবরণী
এমন কেশবহুল আলাপে নেই দোষ।
প্রিয় পাখি
আকাশস্পর্শী আঁখি
এমন আকাশে উড়াই নাটাই ঘুড়ি।
প্রিয় সুখী
জোৎস্না মাখি
রূপের হাসিতে ঘুড়ি হয়ে উড়ি।
প্রিয় রূপবতী
কাজলের দীঘি
এমন কাজলের টিপে কৃষ্ণবর্ণ সাজি।
প্রিয় মায়াবতী
ঠোঁটের সঙ্গী
এমন ঠোঁটের নীলাভ উষ্ণতা পুঁজি।
প্রিয় স্নেহার্থী
ঢেঁকিঘরের পাত্রী
এমন নাকের ঘোমটা স্ব-চোখে দেখি।
প্রিয় সারথি
স্বপক্ষীয় যাত্রী
এমন শিশির সৌন্দর্য কুলোয় রাখি।
ভালো লাগলো লেখা ।
বেশ কিছুদিন পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো আছেন। শুভেচ্ছা কবি।
এলোকেশ আবরণী

এমন কেশবহুল আলাপে নেই দোষ।