রূপমাধুরী

প্রিয় প্রিয়তমেষু
চাঁদমুখ চাহনি
এমন রূপের আস্ফালে জ্বলেপুড়ে দেহকোষ।
প্রিয় সুজনেষু
এলোকেশ আবরণী
এমন কেশবহুল আলাপে নেই দোষ।

প্রিয় পাখি
আকাশস্পর্শী আঁখি
এমন আকাশে উড়াই নাটাই ঘুড়ি।
প্রিয় সুখী
জোৎস্না মাখি
রূপের হাসিতে ঘুড়ি হয়ে উড়ি।

প্রিয় রূপবতী
কাজলের দীঘি
এমন কাজলের টিপে কৃষ্ণবর্ণ সাজি।
প্রিয় মায়াবতী
ঠোঁটের সঙ্গী
এমন ঠোঁটের নীলাভ উষ্ণতা পুঁজি।

প্রিয় স্নেহার্থী
ঢেঁকিঘরের পাত্রী
এমন নাকের ঘোমটা স্ব-চোখে দেখি।
প্রিয় সারথি
স্বপক্ষীয় যাত্রী
এমন শিশির সৌন্দর্য কুলোয় রাখি।

মুহাম্মাদ মাসুদ সম্পর্কে

মুহাম্মাদ মাসুদ (মোঃ মাসুদ রানা)। ১৯৯৫ সালের ১৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার চৌবাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ লাল মিয়া, মাতা মোছাঃ জাহানারা খাতুন। শিক্ষা জীবনঃ চৌবাড়ীয়া টোকের পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে স্থল পাকড়াশী ইন্সটিটিউশনে ভর্তি হন। পরবর্তীতে বাড়ির পাশে নতুন স্কুল প্রতিষ্ঠিত হলে ৮ম শ্রেণীতে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হয় খামারগ্রাম মহাবিদ্যালয়ে। ২০১২ সালে ব্যাবসায় শিক্ষা শাখা থেকে পাশ এইচএসসি করেন এবং ২০১৬ সালে মানবিক শাখায় বেলকুচি সরকারি কলেজ থেকে বিএ (ডিগ্রী পাশ কোর্সে) করেন। প্রকাশিত কাব্যগ্রন্থঃ যৌথভাবে মুক্তচিন্তা (২০১৮) ও নীলপদ্ম (২০১৯ বইমেলা) দন্ত্য 'স' প্রকাশনী থেকে প্রকাশ পায়। গল্পগ্রন্থঃ হুমায়ূন হিমু (বইমেলা - ২০২০)।

4 thoughts on “রূপমাধুরী

  1. বেশ কিছুদিন পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো আছেন। শুভেচ্ছা কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।