তোমার ছোয়া (গান)

আমার ভাবনা গুলো
শুধু তোমাকেই ছুঁয়ে যায়
কোন এক শুভ্র বিকেল
মায়াবী তোমার বারান্দায়।

তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।

দিন ছিল রোদ্র ঝলমল
গোধূলির আবির মাখা
শীতল তোমার রেশমী চুল
তোমাকেই ছুঁয়ে দেখা।

কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।

তোমার ছোঁয়া (গান)
__ শান্ত চৌধুরী

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “তোমার ছোয়া (গান)

  1. শব্দ বাণী পড়লাম। কখনও এই বাণীতে সুরারোপ করা গেলে জানাবেন; শুনবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।