শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা…

শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা………………..

আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা।
বাবা শুধু একজন বাবাই নন, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ের শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে মানুষটি কতভাবে অবদান রেখে যান সন্তানের জন্য, যার চুলচেরা হিসাব করে কেউ বের করতে পারবেন না…..।

বাবার কাঁধটা অন্য সবার চেয়ে বেশি চওড়া, তাই তো সমাজ সংসারের এতো দায়ভার অবলীলায় বয়ে বেড়ান তিনি একাই, বাবার পা অন্য সবার চেয়ে অনেক বেশি দ্রুত চলে, তাই তো এতোটা পথ এতো অল্প সময়ে কি করে এতো শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা। আর বাবার ছায়া – সেটাও শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। বড় যদি না হবে তবে জীবনের এতো উত্তাপ থেকে কি করে সন্তানকে সামলে রাখেন বাবা। আর বাবার চোখ – সেটাও দেখতে পায় কল্পনার অতীত কোনো দূরত্ব। তা না হলে কি করে সন্তানের ভবিষ্যত্ ভাবনায় শঙ্কিত হন বাবা। আমাদের বাবা, শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠা আমাদের জনক…….।

আমাদের অকাতরে ভালোবেসে যান তার সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে। উজাড় করে দেন তার সবকিছুই শুধু তার সন্তানের জন্য। তার যা কিছু আছে নিজের জন্য আর অবশিষ্ট রাখেন না কোনোভাবেই। সবকিছু উজাড় করে দেয়ার পরও তাকে কোনোভাবে নিঃস্ব বলে মনে হয় না। মনে হয় তিনি যেন পরম তৃপ্তিতে আরও পরিপূর্ণ হয়ে উঠেন…..। বরং শ্রমে ঘামে স্নেহে সন্তানকে তিলে তিলে বড় করে তুলতে সচেষ্ট বাবা মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যেও ফরিয়াদ জানান তার সন্তানের মঙ্গলের জন্য। আর বাবার সেই আহ্বান হয়ত গর্বিত করে তোলে অন্তর্যামীকে ও।

সন্তান যত বড়ই হোক না কেন তার অভিমান আর অবহেলার পরিমাণ যত বিশালই হোক বাবার স্নেহ সবসময় তার জন্য এক পরম আশ্রয়। বেঁচে থাকার আনন্দে, কষ্টের তীব্রতায়, কঠিন সমস্যায় বাবাই হয়ে ওঠেন বিপদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু বা সহায়……।

আমি বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি কোনদিন আমি বাবার কাছে না শব্দটা শুনিনি। বাবা যে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে, টাকা উপার্জনের জন্য কতটা পথ পাড়ি দিয়ে কতটা কষ্ট করে কত কথা বলে টাকা উপার্জন করতে হয়। সত্যিই জীবনটা কে আজ অনেক বেশী উপলব্ধি করতে পারছি। আজ বুঝতে পারি বাবার কষ্টের সামনে আমাদের কষ্টটা অতি নগণ্য। রাত, বিরাতে অসুস্হ থাকা অবস্হায়ও বাবা চাকুরীর জন্য বিভিন্ন জায়গায় ছুটে চলেছে শুধুই আমাদের জন্য তবুও কখনও আমাদের কে কোন কষ্ট পেতে দেয়নি এখনও দেয়না……।

একটা কথা আছে যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই। আসলে যেদিকে তাকাই সেদিকেই ছায়া হয় বাবা, একটাই মানুষ আমাদের জীবনে যিনি কিনা সারাটা জীবন শুধু দিয়েই চলেছে। কোনদিন কোনকিছু পাওয়ার আশাটাও করেনি নি:স্বার্থ একজন এই বাবা…….।

লেখা : ফারজানা শারমিন মৌসুমি

5 thoughts on “শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা…

  1. সন্তানের ভবিষ্যত্ ভাবনায় শঙ্কিত হন বাবা। বাবা এভাবেই শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠেন। হন আমাদের জনক। পৃথিবীর সকল প্রকৃত বাব'র প্রতি সম্মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আপনাকে………………..

  2. একরাশ  মুগ্ধতা ।  মনোরম লেখনী 

    1. ধন্যবাদ আপনাকে……………….

মন্তব্য প্রধান বন্ধ আছে।