ঝরা পাতার রঙ

সময়গুলো ঝরাপাতার মতন ঝরছে-
নতুন করে সোনালি মাঠ অভিমান ছেড়ে
ঘ্রাণ যুক্ত ফসল ফুলছে;
আনন্দ ঘন উঠান এখন প্রস্তত –
ধানের খরগুলো আগের মতো
গো মারা হয় না রোদেই শুকান হয়।

ভাবনাতে করোনার আতঙ্কিত-
তবুও থেমে নেই দুর্বাঘাসের ঘাসফড়িঙ র
উড়া রঙবিরল প্রজাপতিদের আনাগোনা
হতবাক শুধু বিবর্তন কিছু মাঠ ঘাট আর
সোনালি স্মৃতির বাঁধন;

ধূসর মাটির বুকে ঘুমপারানির পালঙ্কপোষ
এতো সময় চলছে ঝরা পাতার রঙ আওয়াজে-
অতঃপর ধূলিময় চোখ কিংবা
সহয্যময় চাপা থাকা কষ্টগুলো।

২৫ চৈত্র ১৪২৬, ০৮ এপ্রিল ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ঝরা পাতার রঙ

    1. জ্বি প্রিয় মহী দা
      দীর্ঘতিন মাস পর অফিসে আসলাম
      ভাল আছেন তো
      সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জ্বি প্রিয় ইসিয়াক দা
      দীর্ঘতিন মাস পর অফিসে আসলাম
      ভাল আছেন তো
      সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

  1. মুগ্ধতা প্রকাশ করলাম কবি আলমগীর সরকার। অনেকদিন পর আপনাকে পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      দীর্ঘতিন মাস পর অফিসে আসলাম

      আর প্রিয় ব্লগে কবিতা পোস্ট করলাম

      ভাল আছেন তো

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।