মরু প্রান্তরে গোলাপ ছিল কথা হয়নি
ঘ্রাণ তো দূরের কথা ভাবতে পারিনি!
সামনে সামনি চলা বেশ হয়েছে- চোখে
চোখ রাখা, সিনেমা দেখা তাও হয়েছে-
গোলাপ যখন একটু কাছে- তখন ঝড় তুফান।
এখন তো রোজ কথা হয়- অানমনে মনে
ভাবনার সারি কিছু নতুন সৃষ্টি সুরে গান;
গোলাপ স্পর্শ ছোঁয়া সেতো প্রণয় ডুবি সম্মান!
আজ শুধু ইচ্ছা ডাকে বান- হারিয়ে হয়েছি
বামন ডাঙ্গার ডুমুর ফুলের স্নান-
তবুও ভাবনাতে নিভু নিভুতে কথা হয়
রোজ ঘুমহীন রাত- জোনাকিরা মুচকি হাসে,
আসবে না আর হবে না আর মুখোমুখি-
অতঃপর বৃষ্টি ছুঁয়া কল্পনা কথা- হক না সুখে দুঃখে
গোলাপ আসবে না আর হবে না মুখোমুখি।
০১ শ্রাবণ ১৪২৬, ১৬ জুলাই ২০
—————————–
'রোজ ঘুমহীন রাত- জোনাকিরা মুচকি হাসে,
আসবে না আর হবে না আর মুখোমুখি-
অতঃপর বৃষ্টি ছোঁয়া কল্পনা কথা- হোক না সুখে দুঃখে।'
স্বপ্ন সত্য হোক বাউল কবি আলমগীর সরকার। শুভেচ্ছা।
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন।
নিপুণ হাতে
জ্বি প্রিয় কবি মহী দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেধ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বেশ ভালো
জ্বি প্রিয় কবি মালেক দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেধ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–