মুখোমুখি

মরু প্রান্তরে গোলাপ ছিল কথা হয়নি
ঘ্রাণ তো দূরের কথা ভাবতে পারিনি!
সামনে সামনি চলা বেশ হয়েছে- চোখে
চোখ রাখা, সিনেমা দেখা তাও হয়েছে-
গোলাপ যখন একটু কাছে- তখন ঝড় তুফান।

এখন তো রোজ কথা হয়- অানমনে মনে
ভাবনার সারি কিছু নতুন সৃষ্টি সুরে গান;
গোলাপ স্পর্শ ছোঁয়া সেতো প্রণয় ডুবি সম্মান!
আজ শুধু ইচ্ছা ডাকে বান- হারিয়ে হয়েছি
বামন ডাঙ্গার ডুমুর ফুলের স্নান-

তবুও ভাবনাতে নিভু নিভুতে কথা হয়
রোজ ঘুমহীন রাত- জোনাকিরা মুচকি হাসে,
আসবে না আর হবে না আর মুখোমুখি-
অতঃপর বৃষ্টি ছুঁয়া কল্পনা কথা- হক না সুখে দুঃখে
গোলাপ আসবে না আর হবে না মুখোমুখি।

০১ শ্রাবণ ১৪২৬, ১৬ জুলাই ২০
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “মুখোমুখি

  1. 'রোজ ঘুমহীন রাত- জোনাকিরা মুচকি হাসে,
    আসবে না আর হবে না আর মুখোমুখি-
    অতঃপর বৃষ্টি ছোঁয়া কল্পনা কথা- হোক না সুখে দুঃখে।'

    স্বপ্ন সত্য হোক বাউল কবি আলমগীর সরকার। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      মুরুব্বী দা

      ভাল ও সুস্থ থাকবেন

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেধ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি প্রিয় কবি মালেক দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
      অশেধ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।