আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (নবম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
রাঙাপথে তরুশাখে পাখিদের গান।
পূবদিকে ওঠে রবি প্রভাত সময়ে,
অদূরে অজয় নদী সদা চলে বয়ে।
গাঁয়েতে নয়নদিঘি কালো তার জল,
পাড়ে তার তালগাছ ছায়া সুশীতল।
হাঁসগুলি ঘোলাজলে কোলাহল করে,
ভেসে চলে অবিরাম সারাদিন ধরে।
ছোটগাঁয়ে হাটতলা গাঁয়ের মাথায়,
রবিবারে হাট বসে বটের ছায়ায়।
হাঁকাহাঁকি ডাকাডাকি চিত্কার করে,
বেলাশেষে সকলেই ফিরে যায় ঘরে।
আমাদের ছোট গ্রাম মায়ের মতন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
অতুলনীয় লেখনি।
নিজের গ্রাম নিয়ে লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি দাদা।
আশা করি ভালো থাকবেন।