আমি মৃত্যুর মিছিলে

এই মৃত্যুর মিছিলে আমিও আছি,
আছে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন।
আমার পূর্বপুরুষেরাও ছিল মৃত্যুর মিছিলে,
ছিল জ্ঞানীগুণী, ফকির, সাধু, অলিগণ।

মৃত্যুর মিছিলে ছিল সন্ন্যাসী, দরবেশ,
ছিল রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার;
জীবের জীবন মৃত্যুতেই হবে শেষ!
এটাই নিয়ম, কেউ করেনি অস্বীকার!

মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!
বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!
জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।

ছবি গুগল থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “আমি মৃত্যুর মিছিলে

  1. "মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
    জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।"

    ____ অমোঘ সত্য উচ্চারণ। ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্য দানে বাধিত করলে, শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।            

  2. চমৎকার মৃত্যুর মিছিল চলছেই চলছে কবি দা

    1. হ্যাঁ, শ্রদ্ধেয় কবি লিটন দাদা। এই মিছিলে আমিও আছি। বলা তো যায় না, কখন যে কী হয়ে যায়! 

      আপনার জন্য শুভকামনা থাকলো।         

  3. আমার এক পোস্টে মন্তব্য আকারে দিয়েছেন এই কবিতাটি তখনই ভালো লাগল,,  এখন পোস্ট আকারে আবারও পড়লাম। 

     

    সতত শুভকামনা রইল।         

    1. হ্যাঁ শ্রদ্ধেয় দাদা, আপনি ঠিকই বলেছেন। এই লেখাটা আমি আপনার পোস্টের মন্তব্যে দিয়েছিলাম। নিজের কাছে ভালো লাগলো বলে সরাসরি পোস্ট করেছি। এখন আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুশি হলাম। আশা করি ভালো থাকবেন।                   

মন্তব্য প্রধান বন্ধ আছে।