কুরবানীর ঈদ

========================
এলো ঈদ কুরবানী ঈদ-
তবুও থাকছে করোনা বন্যা
একাকারে বাজায় বাজনা-
নতুন জামায় ঘুরা ফিরা,খোলা জানালাও বন্ধ!
তবুও ঈদ বলে কথা আনন্দটা থাক না
চোখে মুখে হাতের কণে বুকেতে শুধু না
শুভেচ্ছা শুধু ঠোট বহর অন্তরে- অন্তরে।

কষ্টটুকু ভাসছে বানভাসী জলে
কষ্ট কিসের কষ্ট- মুছে যাবে
সৌহার্দ্য পূর্ণে হেসে খেলে ঈদের ক্ষণে-
ভয় ভীতি আতঙ্ক সংশয় দুয়ে যাক
হুস হারায় বার বার মৃত্যু শুধু কাঁদায়
করোনার যত শিক্ষা দিক্ষা অম্লান
হোক মহাত্যাগে এই কুরবানীর ঈদ।

১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কুরবানীর ঈদ

  1. আবারও একদিন পৃথিবী ঘুরে দাঁড়াবে। পরস্পরের প্রতি আস্থা ভালোবাসায় ফিরবে। ভালো এবং নিরাপদ থাকবেন বাউল কবি আলমগীর সরকার লিটন। ধন্যবাদ।

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      আপনাকেউ জানাই কুরবানী ঈদের 

      ! ঈদ মোবারক !——http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      অনেক  অনেক ঈদ মোবারক জানাই
      নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।