কুরবানি

বনের পশু কুরবানি দাও
মনের পশু ফাঁকি
সেই পশুটার কুরবানি চাই
মানবো না আর বাকি!

অনেক দামি গাড়ি চড়
বাড়ি শতো শতো
পশুর মতো হাম্বা হাম্বা
করবে আর কতো!

নিজেই কেবল মানুষ বড়
অন্যেরা সব ছাগল
নিজের কথাই আসল কথা
বাকিরা সব পাগল!

জনম ভরে যতো মানুষে
করেছো তুমি হয়রানি
আজ হয়ে যাক সেই পশুটার
কুরবানি ভাই কুরবানি!!

4 thoughts on “কুরবানি

  1. অসাধারণ লিখেছেন, আমার খুবই ভালো লেগেছে…

  2. জনম ভরে যতো মানুষে
    করেছো তুমি হয়রানি
    আজ হয়ে যাক সেই পশুটার
    কুরবানি ভাই কুরবানি!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. কেন নিজের পশুটাকে আগলে রাখ

    এই কোরবানীতে মুক্ত কর——–

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।