সূর্যস্নান

আজ আমার সূর্যস্নান,
দখিনা হাওয়ার রূপটান
অঙ্গে মেখে। প্রজাপতির পাখনায়
কাব্যকথার অলস দুপুর। ঘুম ঘুম
চোখে মেঠো দিনের প্রগাঢ় স্বপ্ন অঞ্জন।

যে আলোর স্পর্শে ফোটে গোলাপ-মল্লিকা,
সে আলোর কণা জীবনের স্পন্দন তুলে
ডেকে নিয়ে যায় আজ আমায়
অজানা বাঁশীর সুরে সুরে,
সেই সে তোমার রুদ্ধ দুয়ারে।

যেথা অভিমান ঘন লৌহ কপাট
ভুলে যায় আলো-ছায়া দিনের গান,
হারানো জং ধরা ঝরোকা কাঁটা
রূপোর চাবির গোছায়
নীলাম্বরী শাড়ির আঁচলে।

4 thoughts on “সূর্যস্নান

  1. বেশ ভাবনাময় কবি দিদি

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন–

  2. মুগ্ধ হলাম সুন্দর কবিতা পাঠ করে………..

  3. ‘প্রজাপতির পাখনায় কাব্যকথার অলস দুপুর। ঘুম চোখে মেঠো দিনের প্রগাঢ় স্বপ্ন অঞ্জন।’https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।