উৎসর্গ; মালয়েশিয়ায় রিমান্ডে থাকা বাঙালি ছেলে রায়হানকে।
কোনদেশের কোনখানেই
সত্য কথা বলতে নেই
সত্যে অবিচল থাকিব
এমন পথে চলতে নেই।
নীতিবাক্যের মিষ্টি কথা
থাকনা পাঠ্য পুস্তকে
মানলে পরে এসব কথা
দুর্বল করে –সুস্থকে।
সকল দেশের সকল খানেই
সত্য বড় বে-মানান
উচিৎ কথা বলেই দেখুন
মুখুশ ছেড়ে কে-মানান।
সত্যই সুন্দর লেখেছেন কবি দা
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন——–
কোমল পরশে শ্রুতিমধুর চয়ন।
তবুও সত্যই বলে যেতে হবে……….
সত্যকে কখনও মিথ্যের প্রলেপ মেখে লাভ হবে না। কারণ সত্য চির ভাস্বর।
সত্য চিরদিন সত্য। সেটাকে মিথ্যের আস্তরণে ঢাকা কখনো সম্ভব নয়।