মেঘেদের বাড়ি নেই
অন্যের উঠানে বসবাস।
ছায়াদেহের মৃত্যু নেই
অন্যের মৃত্যুতে হাসফাস।
প্রেমে দুটি অক্ষর আছে
শরীরে মাংস নেই।
প্রেমিকার রেঁধে খাওয়ার দেহ আছে
বিবাহ বাসনা নেই।
মেঘেদের বাড়ি নেই
অন্যের উঠানে বসবাস।
ছায়াদেহের মৃত্যু নেই
অন্যের মৃত্যুতে হাসফাস।
প্রেমে দুটি অক্ষর আছে
শরীরে মাংস নেই।
প্রেমিকার রেঁধে খাওয়ার দেহ আছে
বিবাহ বাসনা নেই।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
Please see problem your post
ওকে
সুন্দর কবিতা। অভিনন্দন সহ শুভেচ্ছা নেবেন কবি। শুভ সকাল।
শুভ সকাল প্রিয়
বাহ কবি দা স্যালুট জানাই এভাবেই চলুক কবিতা বুক
ভালোবাসা রইলো শত শত শব্দের