ভুল

ভুলগুলোকে মাটিচাপা দিয়ে পুঁতে ফেলি
তারা চারাগাছের মতোই বেরিয়ে পরে
আরো আরো বিশাল আকার নেয়
যেন ছুঁয়ে ফেলতে চায় আকাশ।

জলের খোঁজে মরীচিকার পেছনে ছুটেছি অনন্তকাল
কুয়োর জলের আদূরে নিমন্ত্রণ, আমার পছন্দ হয়নি
আমি সুখের সাগরে ডুবতে চেয়ে ভুল করেছি
দেখেছি সুখ পর্দার আড়াল।

রবার দিয়ে মুছতে চেয়েছি ভুলগুলো
ভুল তো আর রুল পেন্সিলের লেখা নয় !

ভুলগুলোকে কবর দিলাম আবার
মাটি কামড়ে কাঁদলাম এক বিকাল
ভুলগুলো নির্দয়, অশ্রুকে জীবনসুধা করে
এগিয়ে চলল আমার সেকাল!

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “ভুল

মন্তব্য প্রধান বন্ধ আছে।