পথ ভোলা পথিক

একটি প্রজাপতি পথ ভুলে
এসে বসে তোমার চুলে,
একটা সকাল সোনালী আলোর
আভা নিয়ে খেলা করে তোমার গালে।
আমি অবাক চেয়ে থাকি
কবিতার ছন্দে অন্তঃমিলে।

বরষার প্রথম বৃষ্টিবিন্দু
তুমি ছুঁয়ে দিলে কোমল আঙুলে,
জোছনার ফুল যখন ফুটে ওঠে
নারকেল বীথিঘেরা তোমার চালে।
আমার মরণ হয় মনে মনে
বড় বেশি অকালে।

কাশফুল সাদা হয়ে ফুটে ওঠে
যখন তোমার সুনীল আঁচলে,
শরতের শিউলি ঝরে পড়ে
সাথে তোমার ভীরু স্বপ্ন দোলে।
আমি গৃহী হই আরবার
লোটাকম্বল ঝোলাঝুলি
নিরুদ্দেশের পথ ভুলে।

5 thoughts on “পথ ভোলা পথিক

  1. কবি'র অনুপস্থিতিতে নিয়মিতই কবি'র কবিতা পড়া হয়। :)

  2. অনেক সুন্দর হয়েছে, পড়ে খুব ভালো লাগলো…………

  3. বরষার প্রথম বৃষ্টিবিন্দু
    তুমি ছুঁয়ে দিলে কোমল আঙুলে,
    জোছনার ফুল যখন ফুটে ওঠে
    নারকেল বীথিঘেরা তোমার চালে।
    আমার মরণ হয় মনে মনে
    বড় বেশি অকালে।

    কাব্য মনের কথা বলে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।