তোমার প্রতিফলে


আমার একাকীত্বের সময়গুলো কত যে বিষণ্ণ মনে হয়,
অথচ তুমি ভালোবাসি বলতেই সবটা সময় হয়ে যায় সজীব প্রাণ এক।
আমার শূন্যতা ঘেরা চারপাশ কত যে নির্জন মনে হয়,
অথচ তোমার গোপন স্পর্শে ফিরে পাই এক ভোর কোলাহল।
যখন আমার বিকেলগুলো ঝরে পড়ে শুকনো পাতার মতো,
তখন তোমার চোখদুটো; বিকেলগুলো রাঙিয়ে দেয় হাজার রঙে।
কেবল তুমি আছো বলেই আমার পুরোটা হৃদয় জুড়ে এত গান, এত ভালোবাসা,
যেন শুভ্র আবেশের ঝুম বৃষ্টিতে ভেজা প্রতিটা প্রহর।।
.
২৪/০১/২০২০

১৪ আগস্ট আমার জীবনে একটা বিশেষ দিন আর সেই দিনকে উপলক্ষ্য করে এই কবিতা পোস্ট করলাম…

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

10 thoughts on “তোমার প্রতিফলে

  1. বেশ সুন্দর কবিতা। শুভ সকাল কবি মাসুদুর রহমান শাওন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কেবল তুমি আছো বলেই আমার পুরোটা হৃদয় জুড়ে এত গান, এত ভালোবাসা,

    ভালোবাসা ছাড়া আর আছে কী? ভালোবাসা হলো এই দেহের নিশ্বাস, নিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি? 

    আপনার লেখা কবিতা, আর আমার নিজের অনুভব! 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।              

    1. অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর বললেন প্রিয় কবিদা……..

মন্তব্য প্রধান বন্ধ আছে।