ইচ্ছে ছিল ঝিনুক হবো
পরাকরণ তুচ্ছ করে
বুকের মাঝে মুক্তো ধরবো।
ইচ্ছে ছিল পদ্মপাতার সবুজ হবো
জলের ফোঁটার আলিঙ্গনে
স্বচ্ছতার এক মাত্রা গড়বো।
ইচ্ছে ছিল জলটুপটুপ বৃষ্টি হবো
চোখের কোণের কালি ধুয়ে
ক্ষিতিটাকে সুখে ভরবো।
ইচ্ছে ছিল বৃষ্টিস্নাত সন্ধ্যা হবো
মনের গোপন আহ্লাদে
স্বপ্নঘুড়ি হয়ে উড়বো।
ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই
বুকের কোণে জমাট বেঁধে
পাথর হয়ে রইলো।
সব ইচ্ছা পূরণ হয় না । কিছু ইচ্ছা বুকে পাথরও হয়
সেটাই বুঝাতে চেয়েছ।
ধন্যবাদ।
বাস্তবতার মহাকালে পাথর ইচ্ছে সমূহ। শব্দনীড় সম্মানিত হলো আপনার উপস্থিতিতে। শুভেচ্ছায় স্বাগতম স্যার জামান আরশাদ। শুভ সন্ধ্যা।
আপনার জন্য রইল সতত শুভ কামনা।
বুকের পাথর ভাঙতে হবে। ইচ্ছের সাথে লড়াই চলবে। সেই লড়াইয়ে জিততে হবে। তবেই জীবন যুদ্ধে জয়ী হবে।
আপনার ইচ্ছে। আমার অভিমত। শুভেচ্ছা -সহ শুভকামনা থাকলো কবি।
আপনার অভিমতের জন্য অশেষ ধন্যবাদ।
খুব সুন্দর গীতিকবিতা মনে হলো কবি দা
অশেষ ধন্যবাদ আপনাকে