আইবুড়ো নক্ষত্র এবং সাঁওতালি মেঘ

আজ ঘুমের ঘোরে ঘোড়ায় সওয়ার হয়েছিলাম…
এই আজব পৃথিবীর মতো সেখানেও আমি একা
তবে আশেপাশে ঢাকাই রাজপথের মতো বেশ কিছু ছায়াপথ ছিলো
ছিলো অপ্সরীর মতোন অজস্র নক্ষত্র বীথিকা!

দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম
জানি না কেউ জেগে ছিলো কিনা অতল শব্দপুরি,
প্রহরের পর প্রহর উচ্ছন্নে গেলো… তখনও আমি
একা; দূর দিগন্তে কেবল কিছু আইবুড়ো নক্ষত্র…
সাঁওতালি মেঘে ঢাকা!

শুনেছি ওরাও কবিতা ভালোবাসা প্রেমিক যুগল
কাঁধে ঝুলানো চটের ব্যাগ, ব্যাগের ভেতর সাত রাজার
ধন; মোটে একটি কবিতার পুরোনো খাতা.
আমি দিয়াশলাই এর কাঠির মতো এক চিমটি আলো,
ফুঁ দিতে না দিতেই নিভে যাওয়ার জীবন পাতা…
ভেবেছিলাম ঘুম ভাঙতেই হয়ত পেয়ে যাবো তোমার
দেখা; কে জানতো? আজ হোক, আগামীকাল হোক
অথবা তারপরের দিন হোক মানুষ কেবলই একা!!

6 thoughts on “আইবুড়ো নক্ষত্র এবং সাঁওতালি মেঘ

  1. মোটে একটি কবিতার পুরোনো খাতা.
    আমি দিয়াশলাই এর কাঠির মতো এক চিমটি আলো,
    ফুঁ দিতে না দিতেই নিভে যাওয়ার জীবন পাতা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. নৈসর্গিক প্রতিভায় নান্দনিক  প্রকাশ। 
      

মন্তব্য প্রধান বন্ধ আছে।