আজ রাতটা অন্যরকম;
একটু বৃষ্টি বৃষ্টি
হালকা বাতাস
তবুও গরম,
ঠিক তোর মতন;
আদর করতে করতে হঠাৎ অভিমান
চুমু খেতে খেতে উল্টো হয়ে শোয়া
রাগ করতে করতে জড়িয়ে ধরা
বকতে বকতে ঠোঁটে ঠোঁট,
সব উল্টো কাজ তোকেই মানায়
আর প্রকৃতিকে;
মাঝে মাঝে হাসতে হাসতে তোর চোখে জল নামে
আর ওদিকে খাঁ খাঁ রৌদ্দুরের মাঝে ধুম করে বৃষ্টি,
তুই আমায় হর হামেশাই লণ্ডভণ্ড করিস
ভালোবাসায়
আর ঝড়ে লণ্ডভণ্ড করে প্রকৃতি;
আমি তোকেও বুঝি না
বুঝি না প্রকৃতি,
তবুও তোকেই ভালোবাসি রে নারী
আর ভালোবাসি প্রকৃতি,
তোদের সবগুলো রূপে;
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
নারীই কি প্রকৃতি?
না প্রকৃতিই নারী?
কবিতায় শাব্দিক বিশ্লেষণ অসাধারণ। শুভেচ্ছা জানবেন কবি যাযাবর জীবন।
সুনিপুন প্রকাশ।
ভালো লাগলো। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।