কিছু কিছু আনন্দ লুকানোর জায়গা থাকে না
যেখানেই রাখি পাথর, পাহাড়, নদী, সমুদ্র, আকাশ
কেবল ভরা কলসির মতো উপচে উপচে পড়ে
উপচে পড়ে সে অনন্ত আনন্দলোকের বহিঃপ্রকাশ!!
আসলে সবকিছু এতো ছোটো.. জলাধারের কথা
বলি অথবা মধ্যরাতের একাকি আকাশের কথাই
বলি..অসামান্য আনন্দলোকের কাছে তারা কতোই
না ছোটো!
জাগরণে হোক অথবা স্বপ্নেই হোক অতুলনীয় সে
রুপের খনি, মুহুর্মুহু হৃদয়ে বাজে সেই কলধ্বনি;
নিমিষ মাত্র দূর হয়ে যায় সকল চাপ,পাপ ও তাপ
দু’চোখ জুড়ে কেবল জ্যোতির উপর জ্যোতি ;
মিটিয়ে দিলো ঝঞ্জা বিক্ষুব্ধ হৃদয়ের সকল পরিতাপ, সন্তাপ!!
বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে কেবলই ঘুরে অনন্ত সে আলোক
ধাম, কোন নামে ডাকি তারে. যে বসত করে আমারই
ঘরে; মিশে আছে প্রাণের ‘পরে..অনন্ত আলোক;
আমি তাঁর নাম দিয়েছি আনন্দলোক.. আনন্দলোক!!
বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে কেবলই ঘুরে অনন্ত সে আলোক
ধাম, কোন নামে ডাকি তারে. যে বসত করে আমারই
ঘরে; মিশে আছে প্রাণের ‘পরে… অনন্ত আলোক;
আমি তাঁর নাম দিয়েছি আনন্দলোক.. আনন্দলোক!!
আন্তরিক কৃতজ্ঞতা
নিখুঁত ভাবনা
আন্তরিক ধন্যবাদ