চেনা অচেনা মানুষ

একবার মানুষ চিনতে কুকুর হয়েছিলাম। ছটাক খানেক ক্ষোভ নিয়ে ঘেউ-ঘেউ করে হয়েছিলাম অমানুষও!
মানুষের রূপ রং ঢং দেখে কতো ভেবেছি! কতো যে হয়েছি মুগ্ধ।
তবে খোলসের ভেতর যে খোলস দেখে পেয়েছি আকস্মিক ভয়!
সেরকম খোলসের ভেতর একটা অন্ধকার আকাশ আজো হয় উদয়! তাদের এখনো হয়নি সুবোধোদয়।

সময় এখন সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছে।
এখন মানুষ চিনতে খুব একটা ঘোলা জল ঘাটতে হয়না,
এখন কারো একটা পুণ্য কাজ দেখে বুঝি, তার আরো পুণ্যবান কাজ আছে।
এখন কারো একটা অকল্যাণকর কাজ দেখে বুঝি, তার আরো অকল্যাণকর কাজ আছে।

এই মানুষ শব্দদ্বয়ের আজো ঘুম ভাঙেনি, কেউ কেউ জেগে জেগে ঘুমায়, কেউ কেউ ঘুমিয়ে ঘুমিয়ে জাগে, কেউ কেউ রাতকাণা, কেউ কেউ দিনকানা।

4 thoughts on “চেনা অচেনা মানুষ

  1. ভালো লিখেন বা লিখার চেষ্টা করেন, সেটা জানি। তারপরও প্রথমে আপনাকে সাধুবাদ জানিয়ে দিলাম মি. সাহারাজ হোসেন। আশা করবো ভালো আছেন। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. তবে খোলসের ভেতর যে খোলস দেখে পেয়েছি আকস্মিক ভয়!
    সেরকম খোলসের ভেতর একটা অন্ধকার আকাশ আজো হয় উদয়! তাদের এখনো হয়নি সুবোধোদয়।

    ওদের আর হবে বলেও মনে হয় না। তবুও কামনা করি ওদের বোধদয় হোক। 

     শুভকামনা কামনা থাকলো।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।