সবই আছে

দেশের সবই আছে নেই শুধু ঘন প্রেম!
কিছু মানুষ ভালবাসা বুঝাচ্ছে কিন্তু বিড়ালটা
মানছে না ইলিশটা তেলে ভাসছে ঠিক
কিন্তু প্রেম হচ্ছে না গাঢ়- তবুও মিছিলে
শ্লোগানে রেডিও, টিভি চ্যানেল, বাতাস
প্রেমিকে সবই আছে; আমি কিছুই খুঁজে পাচ্ছি না!
আমাকে অসুখ বলছে আমি কি অসুখ?
কোথায় আম কাঁঠাল বুঝতেছে না কেনো
অতঃপর বলছে তবুও সবই আছে- সবই আছে।

২৭ ভাদ্র ১৪২৬, ১২ সেপ্টেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সবই আছে

  1. লিখাটিকে ইনস্ট্যান্ট অর্থ্যাৎ কোন প্রকার শুদ্ধতা বা পরিমার্জন ব্যতিরেকে তৈরী করা হয়েছে বলে মনে হলো। যেটাকে আমরা বলতে পারি, কবি'র খসড়া ভাবনার শব্দ-রূপ। :)

    1. ঠিকই ধরেছেন টাইপ সমস্যা হয়েছে সংশোধন করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই মুরুব্বী দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।