দেশের সবই আছে নেই শুধু ঘন প্রেম!
কিছু মানুষ ভালবাসা বুঝাচ্ছে কিন্তু বিড়ালটা
মানছে না ইলিশটা তেলে ভাসছে ঠিক
কিন্তু প্রেম হচ্ছে না গাঢ়- তবুও মিছিলে
শ্লোগানে রেডিও, টিভি চ্যানেল, বাতাস
প্রেমিকে সবই আছে; আমি কিছুই খুঁজে পাচ্ছি না!
আমাকে অসুখ বলছে আমি কি অসুখ?
কোথায় আম কাঁঠাল বুঝতেছে না কেনো
অতঃপর বলছে তবুও সবই আছে- সবই আছে।
২৭ ভাদ্র ১৪২৬, ১২ সেপ্টেম্বর ২০
————————————
Excellent poem
অশেষ ধন্যবাদ জানাই মহী দা
লিখাটিকে ইনস্ট্যান্ট অর্থ্যাৎ কোন প্রকার শুদ্ধতা বা পরিমার্জন ব্যতিরেকে তৈরী করা হয়েছে বলে মনে হলো। যেটাকে আমরা বলতে পারি, কবি'র খসড়া ভাবনার শব্দ-রূপ।
ঠিকই ধরেছেন টাইপ সমস্যা হয়েছে সংশোধন করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই মুরুব্বী দা
সবই আছে। শুধু ভালোবাসা নেই। কবির ভাবনার জয় হোক।
অশেষ ধন্যবাদ জানাই নিতাই দা