ভাদু গানের আসর আমার গীতিকবিতা (সপ্তম পর্ব)
কথা – আঞ্চলিক সুর – অপ্রচলিত
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
চল ভাদু জল আনত্যা যাব, অজয় লদীর ওই ঘাটে।
মাঠ্যের আল্যে ছাগল চরে ফকির ডাঙার ধানখ্যাতে।
ভাদু ধীরে চল,
অজয় লদীতে বহ্যাছ্যা কত্তো জল।
লদীর জলে পড়্যা গ্যালে পাবি নাকো থল।
জল ভর জল ভর ভাদু তুমার কাঁখের কলসীত্যা।
সিনান করে জল ভরে আসবেক ভাদু বাড়িত্যা।।
ভাদু ধীরে চল,
অজয় লদীতে বহ্যাছ্যা কত্তো জল।
লদীর জলে পড়্যা গ্যালে পাবি নাকো থল।
লদীর ঘাটে কালী মন্দির লিতুই জুড়া পাঁঠা বলি হয়।
সাঁজ্যের বেলায় ঘন্টা বাজে রাত বিরেতে লাগে ভয়।।
ভাদু ধীরে চল,
অজয় লদীতে বহ্যাছ্যা কত্তো জল।
লদীর জলে পড়্যা গ্যালে পাবি নাকো থল।
অজয় লদীর ধারে ধারে শাল পিয়াল কুলের বন।
আসছ্যে বছর এমন দিনে আনব্য ঘুরাঁই ভাদুধন।।
ভাদু ধীরে চল,
অজয় লদীতে বহ্যাছ্যা কত্তো জল।
লদীর জলে পড়্যা গ্যালে পাবি নাকো থল।
'চল ভাদু জল আনত্যা যাব, অজয় লদীর ওই ঘাটে।
মাঠ্যের আল্যে ছাগল চরে ফকির ডাঙার ধানখ্যাতে।'
জোয়ারে অজয় নদীর জল বেড়েছে। নদীতে পড়ে গেলে ঠাঁই পাওয়া যাবে না।
দারুন উপভোগ্য ভাদু গান। কবিকে শুভেচ্ছা।