মুড়ো গাছের নিচে-ঝুড়িভর্তি ঝরাপাতাগুলো-কোকায়,
আগুন হাতে, নন্তবাড়ির বুড়ি-ঠাঁই, অদূরে দাঁড়ানো-
পোষা বেড়াল-চোখে চোখে, পিঁপড়ের মুখে মাছকাঁটা-
টেনেহেঁচড়ে যায় আড়ালে-আসলে জীবন যত প্রকার!
4 thoughts on “উপনিবেশিক কাল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুড়ো গাছের নিচে-ঝুড়িভর্তি ঝরাপাতাগুলো-কোকায়,
আগুন হাতে, নন্তবাড়ির বুড়ি-ঠাঁই, অদূরে দাঁড়ানো-
পোষা বেড়াল-চোখে চোখে, পিঁপড়ের মুখে মাছকাঁটা-
টেনেহেঁচড়ে যায় আড়ালে-আসলে জীবন যত প্রকার!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্ত কবিতায় আপনাকে দারুণ মানায় প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
খুব সুন্দর ————-
দারুণ
কম শব্দে লেখা কবিতার মাঝে অনেককিছু লুকিয়ে থাকে। লুকানো কথাগুলো আপনার কবিতার শব্দে শব্দে অনুভব করা যায়।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।