আমি তোমার এক শান্ত নদী হবো
নদীর নাম অভিমান
যে নদী নীরব নিঃশব্দে বয়ে চলে
তার কোন ঢেউ থাকবে না,
বলতে পার এ অভিমান টুকুই আমার চোখের জল ;
একদিন এ জল জমে জমে বুকের গভীরে
সমুদ্র হবে..
আর সমুদ্রটা হবে তুমি
হা, তুমি..
শুধু তুমিই যন্ত্রণাবিবশ অবিন্যস্ত আমার জীবনে এক দুর্দিনের দুঃসময়.. !
আমি তোমার এক গানের সুর হবো
সুরের নাম বিরহ ;
যে সুর নিঃশব্দে কাঁদাবে আমার অনূঢ়া মন..
দুচোখ আমার বাঁধ ভাঙ্গা শ্রাবণে
নক্ষত্রের জল হয়ে ঝরবে
বলতে পার এ আমার নিজস্ব কষ্ট দহন !
আমি তোমার লেখা অভিন্ন এক কবিতা হবো
কবিতার নাম দুঃখ কাহন ;
আমার কবিতারা দুঃস্বপ্নের করাত কলে চেরাই হয় প্রতিটা মুহূর্ত,
যে কবিতা প্রেমের কথা বলে..
স্বপ্ন সুখের কথা বলে –
আমি এমন কবিতা হতে চাইনে
এটুকুই আমার গোপনতা !
কেউ কেউ এটাকে বলে বিচ্ছিন্নতা..
যে যাই বলুক,
আমি তোমার আকাশে মেঘ হতে চাইনি
বা তোমার অরণ্যে নীল গোলাপ ।
সবুজ শ্যাওলায় ঢাকা আমি তোমার এক শান্ত নদী
নদীর নাম অভিমান –
এটুকুই – – – – -!!
অনবদ্য প্রকাশ কবি আপু
আরও একটি অসামান্য কবিতা উপহার দিয়েছেন কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।
নদীর নাম অভিমান। কবিতার এই শিরোনামেই শান্ত স্নিগ্ধ মনোরম প্রশান্তি আছে।
মনোমুগ্ধকর
এক কথায় অসাধারণ একটা কবিতা। পাঠে মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা থাকলো।