আমরা গায়ের লোক, কচি ধানের
বাতাসে বুক হালকা লাগে। দোয়েলের
ডাল পাল্টানো খেলায় আমরা অভ্যস্ত
দূরের নাও যখন ছাওয়ের নীচে
বউয়ের ঘোমটা খুলে, কৌতুহলী চোখ
লাজরাঙা মুখ দেখে। দুরন্ত বাছুর
আল বাধে শুয়ে শুয়ে কাটায় প্রতিক্ষার
প্রহর, মায়ের খাবার সাঙ্গ হলে মিলবে
দুধের নহর। আমাদের ধূলিপথ দিগন্ত
বেড়াতে যায়। অসময়ে ঝড় সবকিছু
তছনছ করে দিলেও আমরা ঘুরে দাঁড়াই
প্রতিকূলতা মোকাবেলা করে বাঁচতে হয়।
আমরা গায়ের লোক, গায়ের কাদামাটি
মেখে পথ চলি। গায়ের পথের পাতা গুল্ম
খেয়ে খিদে মিটাই। আমরা গায়ের লোক সুখে
ঘুমাই। সুখনিদ্রা শেষে ভোর জেগে উঠি।
অনন্যসাধারণ লেখা I
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। অভিনন্দন প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।
কবির কবিতায় আমি এখানেই থেকে গেলাম! আমরা গায়ের লোক।
শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।