শূন্য আমি ধন্য আমি
নেই যে বাড়ি ঘর,
পরের বাড়ি আমার বাড়ি
নিজের দেহখানাও পর!
পর পর সকলই পর
আপন বলতে নেই,
কর্মই আমার বড় আপন
কর্মতেই ধন্য হই।
কর্মতে হয় বেলা শেষ
ধর্মতে রাখি ভক্তি,
নিশ্বাসে নেই বিশ্বাস আমার
সততায় খুঁজি মুক্তি!
শূন্য আমি ধন্য আমি
নেই যে বাড়ি ঘর,
পরের বাড়ি আমার বাড়ি
নিজের দেহখানাও পর!
পর পর সকলই পর
আপন বলতে নেই,
কর্মই আমার বড় আপন
কর্মতেই ধন্য হই।
কর্মতে হয় বেলা শেষ
ধর্মতে রাখি ভক্তি,
নিশ্বাসে নেই বিশ্বাস আমার
সততায় খুঁজি মুক্তি!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কর্মতে হয় বেলা শেষ
ধর্মতে রাখি ভক্তি,
নিশ্বাসে নেই বিশ্বাস আমার
সততায় খুঁজি মুক্তি!
শুভকামনা প্রিয় কবি মি. নিতাই বাবু। শুভ দিন।
আপনার সুন্দর গঠনমুলক মন্তব্যে অনুপ্রেরণা জোগায়। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।
অবিরাম চুপি চুপি মুখোশ পরে চেহারাটা ডেকে দিয়ে হয়ে যাই
বহুরূপী ।
আপনার সুন্দর গঠনমুলক মন্তব্যে লিখতে অনুপ্রেরণা জোগায়। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।
বেশ ছন্দময় প্রকাশ কবি দা
আপনাদের সুন্দর গঠনমুলক মন্তব্যে লিখতে অনুপ্রেরণা জোগায়। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা। আশা করি ভালো থাকবেন।