ভালোলাগা

পৃথিবীটা বড় সুন্দর মনে হয়,
স্পর্শ করা মুহূর্তের অনুভূতিগুলো,
রোদ হয়ে ঢালুপথ বেয়ে নেমে আসে।
এই ভালো থাকা,ভালো লাগা,
আলো মেখে রাখা,
বড় সুন্দর মনে হয়।

তুমি সন্তর্পনে, লুকিয়ে থেকো আমার অন্তরে …

13 thoughts on “ভালোলাগা

  1. অনেকদিন পর আপনার লিখা শব্দনীড়ের পাতায় ভেসে উঠলো। অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি। আশা করবো ভালো ছিলেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভেচ্ছা নেবেন প্রিয় বন্ধু। ভাল ছিলাম। ঈশ্বর এখন অব্দি ভাল রেখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ব্লগে যখনই আসি, রিয়া দিদিকে খুঁজি। ভাবি! এই করোনা কালের দিদি কেমন আছে? তো আশা করি ভালো আছেন! ব্লগে অনেকদিন পর ছোট একটা মনমাতানো কবিতে নিয়ে এলেন। খুবই ভালো লাগলো, দিদি। শুভকামনা থাকলো।

    1. মোটেও সময় পাচ্ছিলাম না। ভাল ছিলাম ভাল আছি। শুভেচ্ছা কবি দাদাভাই।

  3. মাত্র ক'চরণ কবিতা। অথচ তার স্পর্শ কত গভীর। সুন্দর প্রকাশ।

  4. সুন্দর উপস্থাপনা। খুব ভালো লাগলো।
    শুভেচ্ছা রইলো। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।