মেহনতি মানুষের জয় হোক

রাজা ডেকে বলে, ‘শুনো রে বাপু নিত্য গোপাল!
তোর এ কেমন কপাল? তোকে দেখি চিরকাল,
খেটেই যাচ্ছিস সকাল-বিকাল!
বল, এ তোর কেমন কপাল?’

নিত্য গোপাল বলে, ‘শুনেন শুনেন রাজা মহাশয়,
আমি যদি না-ই খাটি ক্যামনে হবে আপনার জয়?
দরিদ্রদের হয় রক্ত ক্ষয়,
রাজার হয় রাজ্য জয়!

রাজা হলেন রাগ! বললো, ‘বলিস কি নিত্য গোপাল?
এখান থেকে ভাগ! গরিবের রক্তে ফিরেনি মোর কপাল!
আমার হলো রাজ কপাল!
কার এমন সাত কপাল?’

নিত্য গোপাল বলে, ‘রাজা মহাশয়, সবারই এক কপাল!
ভাগ্য দোষে হয় কাঙাল! রাজারও আছে একাল-সেকাল!
অর্থে দূর হয়না জঞ্জাল!
দারিদ্রতাই সুখের কপাল!’

রাজা হেসে বলে, ‘হাহাহাহা দরিদ্রদের আবার সুখ?
কষ্টে তোদের দিন চলে, বারোমাস দেখি তোদের দুখ!
এটা আবার কেমন সুখ?
রাজার থাকে রাজ্যের সুখ!

নিত্য গোপাল হাসে! হিহিহিহি, ‘এই সুখ তো সুখ নয়!
যেদিন স্রষ্টার হুকুম আসে, সেদিন সবকিছুতেই কয়!
রাজাও একদিন ফকির হয়!
মেহনতি মানুষের হবে জয়✌!’

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

12 thoughts on “মেহনতি মানুষের জয় হোক

  1. নিত্য গোপাল বলে, ‘রাজা মহাশয়, সবারই এক কপাল!
    ভাগ্য দোষে হয় কাঙাল! রাজারও আছে একাল-সেকাল!
    অর্থে দূর হয়না জঞ্জাল!
    দারিদ্রতাই সুখের কপাল!’

    কথা-কাব্যে জীবনের সত্যানুভব। শুভেচ্ছা এবং শুভ সকাল কবি নিতাই বাবু।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।           

    1.  সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। 

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি লিটন দাদা। 

  2. মেহনতি মানুষের জয় হোক

    এইটাই তো চাই কবি দা। নমস্কার। শুভ শারদীয়া।

    1. অনেকদিন পর ব্লগে এলেন, দিদি। করোনা কালে কী অবস্থাতেই না ছিলেন। আশা করি মহান সৃষ্টিকর্তার দয়ায় ভালোভাবেই আছেন। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।             

  3. মেহনতি মানুষের জয় হোক ——

    অনন‍্য প্রকাশ কবি দাদা। আবার এসে গেছি আপনাদের মাঝে। শুভ সকাল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো, শ্রদ্ধেয়া কবি দিদি।      

    1. শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি। আশা করি ভালো থাকবেন।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।