আমি একজন ছোটখাটো চাকরীদার
মাইনা পাই কত আর।
তবে চালচলনে থাকতে চাই জমিদার
তাইতো ঘুষ খাই এবং অন্যদেরও খাওয়াই।
বাড়ি চাই গাড়ি চাই বাচ্চাদের বিদেশ পাঠাই
এত টাকা কোথায় পাই তাইতো আমি ঘুস খাই।
জানি আমি হারামেতে আরাম নাই
তাইতো ভাই দাড়িটা আরো একটু বাড়াই।
নীতিতে অটল থাকি বসদের ভালোবাসি
মাঝে মাঝে মক্কা মদিনাও স্বপ্নে দেখি।
হাতে তসবি মুখে কলমা ভালোবাসা
আমার এমনিতে পাওনা।
শুনেন হে জনগণ আমিতো নয় কারো আপনজন
তাই আমায় শায়েস্তা করা অতি প্রয়োজন।
আপনার পাশেই আমার অট্টালিকায় বাস
দুদকে খবর দিয়ে আমায় দিন না বাঁশ।
10 thoughts on “সরকারী চাকরী করি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চলমান সমাজের বাস্তবতাকে তুলে নিয়েছেন কবিতায়।সময় উপযোগী লেখা। সুন্দর প্রকাশ।
ঘৃণা জানাই যারা জণসাধারণের সম্পদ কুক্ষিগত করছে ।
লাল স্যালুট জানাই মহী দা
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
দুর্নীতির কত শত স্মৃতি ভাবেই আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। লাখ হাজারে দুই একটা আমরা দেখতে পাই; বাকি সব লুকিয়ে থাকে চক্ষুর অন্তরালে।
একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর যদি শতকোটি থাকে তাহলে তার উপরে আরো কি বেহাল দশা । ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
এই ড্রাইভার মালেকই হচ্ছে বাংলার ইতিহাসের সেরা কুলাঙ্গার।
হারামেতে আরাম নাই এই সত্য মানুষ কেন বুঝতে চায় না বুঝি না