স্রষ্টা প্রদত্ত এক উপহার…………….

স্রষ্টা প্রদত্ত এক উপহার…………….

তোমার কবিতার ছন্দেই হোক তবে সকল প্রেমের অভিধান,
প্রতিটি শব্দ বিন্যাসের উল্লাসে ভাসুক প্রাঞ্জলতা কাব্য গাঁথুনিতে হোক ভালোবাসার ইমারত,
তৃপ্তির ঢেঁকুর তুলে মিটুক দীর্ঘশ্বাসে আটকে থাকা বহুদিনের পিপাসা,
পংক্তির বিচরণে চমকে যাক পুরো পৃথিবী,
বাঁচার স্বপ্ন দেখুক, নিয়ে আবারও নতুন প্রত্যাশা
এক সিন্ধু ভালোবাসার দাবী নিয়ে,
চাঁদ আকাশ মেঘমালার সাথে মৌন কথোপকথন,
ভালোবাসা বড্ড বেসামাল হয়ে পড়েছে
কখনো আমার বেলকনিতে কখনো কার্নিশে,
কখনো ছাদের গোলাপের ঝরা পাঁপড়িতে,
কখনো ড্রেসিংটেবিলের কাঁচের রিনিঝিনি চুড়িতে
কখনো বা ভাঙা আয়নার টুকরোতে ভালোবাসা দ্বিখণ্ডিত,
সাঁজ বেলার অন্ধকারে একটা মোমবাতির জ্বলে পোড়া আর্তনাদ,
ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় রাতের নিস্তব্ধতায়
কখনো বা লং ড্রাইভে হাতে হাত রেখে,
আকাশে প্রণয়ের জোছনায় উঠেছে আবেগের জলোচ্ছাস,
আষাঢ়ী পূর্ণিমায় এসো সারারাত হোক গান কবিতা,
তোমার উৎসাহে আত্নবিশ্বাসী হয়ে যেকোন ভয়ের দ্বারপ্রান্ত থেকে
উন্মোচন হয়েছে ভালোবাসার মুকুট,
বন্ধুত্বের বিশ্বাসে আশ্বাস জাগানিয়া
স্রষ্টা প্রদত্ত এক অনন্য উপহার তুমি………….

— ফারজানা শারমিন
২১ – ০৯ – ২০২০ ইং

10 thoughts on “স্রষ্টা প্রদত্ত এক উপহার…………….

  1. 'আকাশে প্রণয়ের জোছনায় উঠেছে আবেগের জলোচ্ছাস,
    আষাঢ়ী পূর্ণিমায় এসো সারারাত হোক গান কবিতা
    বন্ধুত্বের বিশ্বাসে আশ্বাস জাগানিয়া
    স্রষ্টা প্রদত্ত এক অনন্য উপহার তুমি…'

    ___ অসাধারণ রোম্যান্টিক আপনার কবিতার থীম। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেকদিন পর শব্দনীড়ে এসে আপনার কবিতা পড়া হলো।

    শুভেচ্ছা নেবেন কবি দিদিভাই। :)

  3. কবিতার শিরোনাম, "স্রষ্টা প্রদত্ত এক উপহার…" আপনার কবিতাখানা আমাদের মাঝেও বিশেষ উপহার! 

    শুভকামনা থাকলো কবি দিদি।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।