সময়ের ব্যবধানে অন্য রকম এক দেশ তুমি

হঠাৎ দেখি তোমার চোখের ভাষায় বিপন্ন নৈরাশ্যের শীতল ছায়া
নেমে এসেছে ধীর গতিতে মৃত শামুকের মতো,
কখনো খোলস বদলাও !
নিমিষেই সমস্ত চেহারা কেমন নিষ্প্রভ নীল হয়ে গেছে,
মুহুর্তে তোমার এলোমেলো ভাবনারা আমাকে আচ্ছন্ন করে দিয়েছে
স্বপ্নের আড়াল ভেঙে এক কণ্ঠস্বর বলে উঠল,
আমি কবি নই ঠিকই ——
যদি কবিই হতাম
তবে ঘটে যাওয়া অনেক কিছু নিয়ে লিখতাম
আজ অনেক কিছু বদলে দিতে পারতাম
সেটা সময়ের দাবি ছিল মাত্র ……

আমাদের সোনার বাংলা দিন দিন কসাইয়ের বাংলা হয়ে গেছে
এমন তো হওয়ার কথা ছিল না:
এসব কি হচ্ছে দেশে …
আমার প্রিয় বাংলাদেশ ;
হে স্বদেশ ভূমি ! তুমি কি সত্যি ভাল আছ ?
তুমি কথা বলো দেশ
আর নীরব থেকে তোমার সর্বনাশ ডেকে এনো না।
তোমাকে বাঁচতে হবে দেশ ..
তোমার জন্য —
শুধু তোমার জন্য মেধাবী ছাত্র আবরার নৃশংস ভাবে খুন হয়ে গেল ;
কেন জান ?
তোমাকে ভালবাসে দেশ —
আর এটাই তার অপরাধ….
আবরার হত‍্যা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় কালো অধ্যায় হয়ে থাকবে —-
যুগে যুগে মেধাবী ছাত্রদের
নর পিশাচদের খুনের বলী হতে হয় !
শুধু তোমার জন্য ওই ওরা যুদ্ধে গেল
কোনদিন আর ফেরেনি ঘরে :
কত মা প্রিয় সন্তান হারা হল
কত নারী বিধবা হল,
কত মা , বোন সন্মান হারালো
সেই যে লাশের মিছিল ;
দাউ দাউ জ্বলছে গ্রামের পর গ্রাম
আকাশে আগুনের শিখা
বাতাসে লাশের গন্ধ
চারিদিকে ভয়ঙ্কর চিৎকার আর চিৎকার বাঁচাও বাঁচাও….

দেশ তুমি ভুলে গেছো সেসব কথা
তুমি ভুলে গেলেও আমি ভুলিনি :
আমি ভুলতেও চাই না কখনো
সেই এত কষ্টে অর্জিত বাংলাদেশ তুমি
আজ তোমার মাটিতে, দুর্নীতির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে
বাংলার আনাচে কানাচে
শেকড় বাঁকড়ে আজ দুর্নীতি ঢুকে গেছে।
রাষ্ট্রে চলছে বর্বর নির্যাতন হামলা মামলা গুম,খুন, ধর্ষণ গ্রেফতার লুটপাট ;
কি যে হল দেশ তোমার …..

দেশ তুমি কেমন আছ ?
শুধু একবার বলো …..
দেশ তুমি ভাল আছ ?

21.09.2020

10 thoughts on “সময়ের ব্যবধানে অন্য রকম এক দেশ তুমি

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি সরকার দাদা। শুভ কামনা অফুরান।

    1. সুন্দর মন্তব্য প্রকাশে কৃতার্থ হলাম কবি মহী দাদা। লাল গোলাপের শুভেচ্ছা নিন। 

  1. দীর্ঘ কবিতার সফল রচয়িতা আপনি কবি হাসনাহেনা রানু। অভিনন্দন জানবেন। :)

    1. জ্বী আলহামদুলিল্লাহ।  কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। অনেক ঋণী হয়ে রইলাম আপনার কাছে ভাইয়া। 

      আপনার সুন্দর মন্তব্যে আবারও অনুপ্রাণিত হলাম। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ,,,,,http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় রিয়া দিদি ভাই , আপনার সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভ কামনা সতত।http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আমাদের সোনার বাংলা দিন দিন কসাইয়ের বাংলা হয়ে গেছে।

    বর্তমান বাস্তব কথাগুলো আপনার কবিতায় পেয়ে গেলাম! শুভকামনা থাকলো।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।