বিষণ্ণ মেঘদল ছুটে চলে
অনিশ্চিত অন্ধকারের পথে,
ধূসর মরুর খুনী কাঠ পুতুলগুলোর
মিথ্যে অহমিকা গুড়িয়ে দিয়ে।
অচেনা নক্ষত্রের আলোয়
ভেসে যায় সব
মিথ্যা প্রণয়ের গান,
তবু কাঁচপোকা হয়ে
থেকে যায় কিছু ভুল,
দিতে নিষ্পাপ শিশুর
এক সমুদ্র খুনের* মাশুল।
বিষণ্ণ মেঘদল ছুটে চলে
অনিশ্চিত অন্ধকারের পথে,
ধূসর মরুর খুনী কাঠ পুতুলগুলোর
মিথ্যে অহমিকা গুড়িয়ে দিয়ে।
অচেনা নক্ষত্রের আলোয়
ভেসে যায় সব
মিথ্যা প্রণয়ের গান,
তবু কাঁচপোকা হয়ে
থেকে যায় কিছু ভুল,
দিতে নিষ্পাপ শিশুর
এক সমুদ্র খুনের* মাশুল।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বিষণ্ণ দিনের শুভ শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
চমৎকার কবি দা
সুদীপ্ত কলমে দুর্দান্ত লেখনী।