উগ্রবাদী

94174_n

ভাঙছো তুমি বঙ্গবন্ধু ভাঙছো তুমি লালন
করছো তুমি ঠিকই জানি কাদের আজ্ঞা পালন।
রোজই দেখি গর্জে ওঠে করেছ ঘেউ ঘেউটে
সময় মতো ফণা তোলে বিচ্চুরা আর কেউটে!
একটা সময় কথায় কথায় ভয় দেখাতে বোমার
ধর্মালয়ের মূর্তি ভেঙে হাত বেড়েছে তোমার।
ভুলে গেছো জঙ্গিবাদীর চেপে ধরা টুটি
বঙ্গবন্ধুর দেশে হবে উগ্রবাদীর– ছুটি।
মূর্তি ভেঙে ফূর্তি করে হয়তো বা পার পাবে
হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম কী মুছা যাবে?

3 thoughts on “উগ্রবাদী

  1. বঙ্গবন্ধুকে কখনও বাংলার জমিন থেকে মুছে ফেলা সম্ভব নয়। যা ঘটছে দুঃখজনক। :(

  2. এরা বাংলার মানুষের অস্তিত্বে আঘাত হানছে। সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। নইলে এদের অত্যাচারের সীমা আরও বেড়ে যাবে। 

    সময়োপযোগী লেখনীর জন্য কবিকে ধন্যবাদ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।