কালচে সবুজ একটা রঙ
উড়ছে নীলের রাজত্বে,
আগুন্তক ডাকাতের মতন।
তীব্র ভয়ের নীল স্রোত
সবুজ হয়ে গেছে আজকাল,
প্রণয় এখন প্রলয় হয়ে আসে
সবুজ ওই আগুন্তুকের মতন,
ভেঙে দিয়ে হৃদয়
যায় উড়ে দূর দেশে,
যেখানে আছে নিষিদ্ধ আগুন।
এভাবে সময় গড়ায়,
সবুজ আগুন্তক হানা দেয়
আবার নতুন কোন জীবনে,
একসময় শব্দ ফুরায় কিন্তুু
গল্পটা অসমাপ্ত থেকে যায়।
অতুলনীয় প্রকাশ ।
বেশ ভাবনাময় কবি দা
সবুজ আগন্তুক হানা দেয়
আবার নতুন কোন জীবনে,
একসময় শব্দ ফুরায় কিন্তু
গল্পটা অসমাপ্ত থেকে যায়।