রক্তচক্ষুর মতো জ্বলন্ত আগ্নেয়গিরির
মুখ দেখে ছিল কুয়াশা,
চায়ের ফুটন্ত জল তো নয়।
রংধনুর সাত রং থেকে
শুধু নীল বুকে ধারণ করেছিল বৃষ্টি,
জারুলের পাপড়ি তো নয়।
মেঘের ওপারে যেতে চেয়েছিল রাত্রি,
কাঁচা হলুদবাটা রংয়ের
আমের দেশে তো নয়।
সব শেষে সব আশা
ডুবে যায় নিরাশায়,
ভুল হাতে হাত ধরে
জীবনটা ফুরায় !!!
বেশ ছন্দময়ে ভাবনার প্রকাশ কবি দা
নিপুণতায় সৃজনশীল।
অনেক অনেক ভালো থাকুন প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।