অভিযোজন

ছাদ-জানালা-দরোজা বিহীন ঘরকে কি
অন্তঃপুর যায় বলা ?
তবে এ কোন অপার্থিব অনুভূতি ছিল,
যখন সেই অন্তঃপুরে –
রাতদিন তোমায় থাকতাম ঘিরে ?
.
চলে যাওয়ার ক্ষণিক সময়টাতেও
তুমি বলেছিলে, “ভালোবাসি”
আমি বলেছিলাম, “বন্ধুত্ব?”
তোমার উত্তরে ছিল শুধু –
অধর বেয়ে বয়ে চলা জল!
.
তুমি চলে যাওয়ার পর –
কেটে গেছে অনেক সময়।
যেই কণ্ঠ না শুনে
একটা দিনও কাটতো না,
এখন তাকেই আর
কিছুই মনে হয় না।
.
জানিনা কীভাবে হলো শেষটা !
ভেবোনা তুমি,
কঠোরতায় এখনো ছাড়াইনি তোমায়।
তাই এখনো বুঝতে পারি
মিথ্যা বলা কতটা সহজ ;
ভুল নিয়মে মেনেছি তাই
স্বার্থপরতার অভিযোজন …

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

3 thoughts on “অভিযোজন

মন্তব্য প্রধান বন্ধ আছে।