চিরসুখী সেই জন

kgo

চিরসুখী তো সেই জন, যার নেই ধন;
আছে সুন্দর মন, আনন্দে থাকে সারাক্ষণ!
চিরসুখী তো সেই জন, যার নেই জ্বালা;
আছে মনে আনন্দ, হাসিখুশি থাকে সারাবেলা!
চিরসুখী তো সেই জন, যার নেই লোভ;
আছে ধৈর্য, প্রকাশ পায় না ক্ষোভ!
চিরসুখী তো সেই জন, যার নেই অহংকার;
আছে সহ্য, করে না কাউকে তিরস্কার!
চিরসুখী তো সেই জন, যার নেই ভাবনা;
আছে মৃত্যুর চিন্তা, করে স্রষ্টার আরাধনা!
চিরসুখী তো সেই জন, যার নেই ঘরবাড়ি;
আছে পথেঘাটে, পরের বাড়িই তার বাড়ি!
চিরসুখী তো সেই জন, যার নেই ক্ষমতা;
আছে নিন্দিত হয়ে, তবু্ও দেখায় সক্ষমতা!
চিরসুখী তো সেই জন, যার নেই বিলাসিতার স্বাদ;
আছে ধৈর্য্য শক্তি , সহজে করে নাতো প্রতিবাদ!
চিরসুখী তো সেই জন, যার নেই চাওয়া-পাওয়া;
আছে খেয়ে না খেয়ে, অল্পতেই পরম পাওয়া!

.
ছবি গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে হাত পেতে দশের কাছে চেয়ে খাওয়া একজন বিকলাঙ্গ। ছেলেটির নাম: মোহাম্মদ শরিফ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “চিরসুখী সেই জন

  1. চিরসুখী তো সেই জন, যার নেই বিলাসিতার স্বাদ;
    আছে ধৈর্য্য শক্তি , সহজে করে নাতো প্রতিবাদ!
    চিরসুখী তো সেই জন, যার নেই চাওয়া-পাওয়া;
    আছে খেয়ে না খেয়ে, অল্পতেই পরম পাওয়া!

    আজকাল আপনার হাতে চমৎকার সব ছবি উঠে আসছে কবি নিতাই বাবু। গ্রেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. নতুন মোবাইলে তোলা ছবি তো, তাই দাদা। শুভকামনা থাকলো। 

  2. ছবির ছেলেটাকে দেখেছি কোথাও। 

    চমৎকার ছন্দ। শব্দচয়ন, উপস্থাপনা সব মিলিয়ে দারুণ।  

    আমার অনেক ভালো লেগেছে।

    1. বিকলাঙ্গ ছেলেটা আমাদের গোদনাইল এলাকাতেই থাকে দাদা। ও কারোর কাছে কিছু চায় না। শুধু হাসে। ওর হাসি দেখেই মানুষে ওকে কিছু দিয়ে যায়। 

      শুভকামনা  থাকলো দাদা। 

    1. আমি সাংসারিক ঝামেলায় আছি দাদা। তাই ব্লগে বেশি সময় দিতে পারছি না। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।