জেগে থাকলে যে রাবন,
ঘুমিয়ে থাকলেও সেই রাবনই।
.
রাম – লক্ষণ – হনুমান
আগুন লাগায় লঙ্কায়,
নিজ ক্রোধেই পুড়ে হায়
নিজেদেরই দেবালয়।
.
যুক্তিবিদ্যার সূত্র ঢেলে
বাঘ-বেড়াল এক করা যায়,
কিন্তুু সীতারাই বন্দী থাকে
সমুদ্র কন্যার দেশে।
সীতারাই হারায় শেষে
অনাস্থার লেলিহান শিখে…
.
মেঘনাদ বধ হয়
কিন্তুু হয় না বধ মন
তাইতো রামেরাই থাকে বেঁচে,
সীতাদেরই পোড়ায় অনল।
.
দুইয়ে দুইয়ে চার হাত
হয়না যে আর এক সাথ,
তাই হয়তোবা দেবালয়
বিশ্বাসের অনলে পুড়ে,
আর অবিশ্বাসের অনলে হৃদয়।
3 thoughts on “মেঘনাদ বধের পর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা কবি দাদা।
বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l
বরাবরের মতো এবারও আপনার লেখাটি ভালো লাগলো। শুভেচ্ছা রইলো শ্রদ্ধেয় দাদা।