ঘুম মানেইতো নীরব অন্ধকার
শব্দিহীনতার নির্বাক কারাগার,
ঘুম মানেইতো সাময়িক বিচ্ছেদ
পাশে থেকেও নিঃসঙ্গতার হাহাকার।
2 thoughts on “ঘুম -২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ঘুম মানেইতো নীরব অন্ধকার
শব্দিহীনতার নির্বাক কারাগার,
ঘুম মানেইতো সাময়িক বিচ্ছেদ
পাশে থেকেও নিঃসঙ্গতার হাহাকার।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার গাম্ভীর্যে মুগ্ধ হলাম প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
সব মিলে ঝর্ণার মত শৈল্পিকতা ।