দন্ডসেবা

নাচতে নেমেছো যখন
ও ময়ুর, পেখম মুড়োনা—
জানি, এই নীলাকাশ মুজরো নাচ উস্কে দেবেনা,
শেকল পায়েতে বেঁধে
খুব কিছু নাচাও ঘটেনা —

তবু, দন্ডসেবা দেখেছো তো চেয়ে?
জ্বলন্ত আগুন দিন
বুক পেট মাথা কসরতে
আঁক কেটে মানসিক শোধা?
তবে, ময়ূরী পেখমহীনা,
দন্ডমেপে দেবে ঠিক
মাপে মাপে দন্ডকাঠি ধরে…

শেষ দেখা না দেখে
ও ময়ূর, পেখম মুড়োনা—
নাচাই মনস্থ করে এতখানি নেমেছো যখন….

2 thoughts on “দন্ডসেবা

  1. শেষ দেখা না দেখে
    ও ময়ূর, পেখম মুড়োনা—
    নাচাই মনস্থ করে এতখানি নেমেছো যখন…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।