ব্রিজের নীচে বৃষ্টি কাব্যগ্রন্থের একটি কবিতা –
হাওয়া সেখানে থম ধরে আছে,
গাছের পাতাগুলো আশংকায় নিশ্চুপ।
প্রায়শই স্বপ্নে ফিরেফিরে আসে
সেই উত্তুঙ্গ ব্রিজ,
যতই উঠতে চাই
আরও আরও আরও খাড়া হয়ে
মিশে যায় আকাশসীমায়।
এ যেন সেই ছেলেবেলার
চৌবাচ্চায় অংকের হাবুডুবু খেলা!
উঠতে থাকি দৌড়ে, হেঁটে কিম্বা
একেবারেই জন্মলগ্নের হামাগুড়ি দিয়ে,
আর সামনের পথ স্রেফ বুড়ো আঙুল
দেখিয়েই উঁচু, আরো উঁচু …
একসময় নিঃশ্বাসও থমকে যায়,
আকুল আবর্তিত হাহাকারের
ছিটকে আসা কণাগুলো
সম্বোধন করে বসে রণদেবতা কে –
সময় চূড়ান্ত হয়।
ঠিক তখনই –
মিরাকল ঝুপ্পুস লাফায়
সিগারেট প্রান্ত আগুনে,
হঠাৎ ব্রিজের শীর্ষ বিন্দুতে তেনজিং
আর আমি পতপত পতাকা ওড়াই…
ব্রিজের নীচে শুরু হয় ঝমঝমিয়ে
আশ্বিন মেঘের দুরন্ত প্রেম,
গাছের পাতায় উচ্ছাসী জল আছড়ায়
চুমু খায় সুডৌল গোলাপখাসে,
ব্রীড়াবনত ব্রিজের ডান বাম ভুলে যাওয়া
লজ্জারুণ হাত খেলা করে
আদিম ইচ্ছের সন্ধিমায়ায়।
কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দা
সকালের সূর্যেই আন্দাজ হয় … দিন কেমন যাবে !! (বিজ্ঞজনেরা এভাবে বলে)
ব্রিজের নীচে বৃষ্টি কাব্যগ্রন্থের এই একটি সুলিখন পড়ে আন্দাজে নিলাম কেমন হবে অন্য সৃষ্টি গুলো। ভারত গেলে তোমার সাথে যদি দেখা হয়; তাহলে বইটি চেয়ে নিবো।
অসামান্য ভাবনা, সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ ঘটালেন কবিতায়। পাঠে মুগ্ধতা রেখে গেলাম, শ্রদ্ধেয় কবি দাদা।
চমৎকার লিখেছেন