কাশফুল বিকেলের শুভ্রতায়

আজ ও রাত্রি হীন কাটে প্রতিটি দিনের রাত্রি আমার
ঘুমহীন রাত স্বপ্ন হীন এ দুটি চোখ কী যেন খুঁজে ফেরে ,
আমার একটা সুন্দর বিকেল চাই-ই :
এ কোন সাধারণ বিকেল নয়
ধোঁয়া ধোঁয়া জ‍্যোৎস্নার নিবিড় স্পর্শে জেগেছে যে বিকেল
শুভ্র মেঘের মতো কাশফুল অরণ্য বিকেল;
পৃথিবীর দীর্ঘতম নদীর তীরে অবস্থিত এই কাশফুল অরণ্য —

আমি চাইনি কোন স্নিগ্ধ ভোরের আলো
সরল কোন দুপুর,
চাইনি কোন বিমূর্ত রাত্রি
চাইনি রাত্রির শেষ ভাগ
মধ‍্যরাতের শুনসান নীরবতায় আমি থমকে দাঁড়াতে পারতাম, দাঁড়ায়নি
তখনো চুপচাপ, দুপুরের শুরুটা একটু একটু করে ।

অতঃপর নিরবিচ্ছিন্ন মুগ্ধ বিকেলের দুধ শাদা ঠোঁটে ফুটেছে এক চিলতে হাসি,
এ হাসি বড় সুন্দর, আবার রহস্যময় : যার শুরুটা ছিল অনিন্দ্য সুন্দর দিয়ে শুরু ;
যেন শুভ্রতার কাশফুল আঁচল উড়ছে এই মাত্র ।

তাং 26.09.2020

5 thoughts on “কাশফুল বিকেলের শুভ্রতায়

  1. এ কোন সাধারণ বিকেল নয়
    ধোঁয়া ধোঁয়া জ‍্যোৎস্নার নিবিড় স্পর্শে জেগেছে যে বিকেল
    শুভ্র মেঘের মতো কাশফুল অরণ্য বিকেল; ____ কবিতায় অসামান্য অনুভব কবি রানু।

  2. এই বিকেল, এই হাসি, এই কাশ ফুলের ছোঁয়া, এই আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেলা চিরস্থায়ী হয়ে থাকুক প্রকৃতির প্রতিটি বিকেলে।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া দিদি।

  3. সুন্দর মন্তব্য প্রকাশে মন ছুঁয়ে গেছে প্রিয় কবি ( মুরুব্বী) । আপনার জন্য শুভ কামনা অফুরান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।