আপনি হেঁটে গেলে

শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গকন্যা শেখ হাসিনা 💐🌹🇧🇩🌹💐

আকাশ থেকে ঝরে পড়ছে ঝাঁক ঝাঁক তারা,
এই সুরমায়, এই পদ্মায় যারা বাইছে জীবিকার নৌকো
তারা জানে এই জলেই একদিন মিশেছিল
লাখো শহীদের রক্ত,
এই আকাশও কেঁদেছিল মানুষের ছায়ার দিকে
চেয়ে চেয়ে।

আমাদের স্বপ্ন ছিল, এই ভূমি একদিন ভরে উঠবে
উর্বরতায়
এই পতাকা একদিন উড়বে বিশ্ব-উচ্চতায়।
আমাদের সংগ্রাম ছিল হাত উঁচু করার,
আমাদের প্রত্যয় ছিল আকাশ ছুঁবার।
সেই প্রত্যয়ে একগুচ্ছ শিশির ঢেলে দিতে
আপনি এলেন,
আপনি এলেন বিধ্বস্ত বত্রিশ নম্বরের গুলিবিদ্ধ
গেটে, এলেন অসহায় বাঙালীর প্রেরণা হয়ে..
আপনি আছেন, আপনার দেখানো পথেই
হাঁটছে বাংলাদেশ,

উড়ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়ছে উজ্জ্বল পায়রাগুলো,
প্রিয় বঙ্গকন্যা
আপনি তো দেখেই যাচ্ছেন এই দেশের মজলুম
মানুষ আজ সমবেত সাতই মার্চের
বজ্রকণ্ঠের ছায়াতলে,
এই প্রজন্ম আজ আপনাকেই দেখছে
জাতির পিতার সুযোগ্যা উত্তরসূরী
আপনার হাত ধরেই বহন করছে প্রিয় পতাকা।

4 thoughts on “আপনি হেঁটে গেলে

  1. শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা। দীর্ঘজীবি হোন।

  2. শুভ জন্মদিন! মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কামনা করি আরও লক্ষ বছর বেঁচে থাকুন বাংলার মানুষের সুখদুঃখের সাথী হয়ে।

  3. শুভ জন্মদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো দীর্ঘজীবি হন

মন্তব্য প্রধান বন্ধ আছে।