নৃত্য, গীতি, ছলাকল
নরম হাতের মিষ্টি কিল
খেলে পরেও ঠান্ডা দিল
এই ভালোবাসা হয় নীল
মাথার মধ্যে সকাল সন্ধ্যা
ভালোবাসার বুদবুদ
রাত্রি জাগার কারণে
ভালোবাসা হয় হলুদ
চার পাঁচজন সখা সখী
সর্ব সময় ঘুচঘুচ
এই পিরিতি বিফল হবে
রং হবে তার আফসুস
অনেক কষ্ট ব্যাথা সয়ে
প্রেম হয়েছে কাল
মরন যদি পিছলা কাটে
সেই পিরিতি লাল
আসল প্রেমের মজা যদি
বুজতে চাও তুমি
জেনে রাখে ভালোবাসার
রং জন্মভূমি।
রোম্যান্টিক কবিতা উপহার পেলাম কবিবন্ধু খেয়ালী মন।
মনোমুগ্ধকর লেখা।।
ইন্টারেস্টিং কবিতা পড়লাম। কেমন আছেন প্রিয় মন দা।
অনবদ্য …. কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি।