মাটির সাথে মিশে থাকা শরীর
এক নারীর। নিথর দেহ, থমকে গেছে
স্পন্দন। উদগত কর্মের শেষে
ফিরে গেছে জনাকয় মানুষ।
মুখে তৃপ্তির ঢেকুর। বিশ্বজয়ের
আনন্দে খাবলেছে মাংস।
নারী মিশে আছে মাটির সাথে,
বীভৎস দৃশ্য দূরে দাঁড়িয়ে
উপভোগ করছে ভ্রাতৃ সম্প্রদায়।
শুধু এক কুকুর মানবিক দায়ে
প্রচণ্ড লজ্জিত হয়েছে।
'বীভৎস দৃশ্য দূরে দাঁড়িয়ে উপভোগ করছে ভ্রাতৃ সম্প্রদায়।' বাস্তবতা।
অনিন্দ্য সুন্দর উপস্থাপন
চমৎকার প্রকাশ কবি দা