করোনা আবহে মহালয়া-২০২০
সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতেই মানব জাতি…
‘মা’ আসছে বলে কথা, এই সময়টা তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দু্র্গাপূজা।
শাস্ত্র মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে…মর্ত্যে আগমন। ২০২০ সালের মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমন…
আগমনী সুর
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের সাদামেঘ আকাশেতে উড়ে,
সোনালী রোদ্দুর খেলা করে বিশ্বজুড়ে।
নদীধারে কাশবন কাশফুলে ভরা,
পূজার খুশিতে আজি হাসে বসুন্ধরা।
নদীঘাটে যাত্রীদের শুনি কোলাহল,
খুশিতে সাঁওতালেরা বাজায় মাদল।
শিউলি টগর ফুল সুবাস ছড়ায়,
করে রব পাখি সব তরুর শাখায়।
দিঘিতে শালুক পদ্ম ফুটিল সকলি,
মধুলোভে দলেদলে ধেয়ে আসে অলি।
আসে অলি দলে দলে কমল কাননে,
খুশিতে পুলক জাগে হরষিত মনে।
আকাশে বাতাসে ভাসে আগমনী সুর,
সেই সুর মিলে যায় দূর হতে দূর।
https://youtu.be/BHjRL4ryOU8
লেখা বেশ মনোমুগ্ধকর
আকাশে বাতাসে ভাসে আগমনী সুর, সেই সুর মিলে যায় দূর হতে দূর। :yes:
আকাশে বাতাসে ভাসে আগমনী সুর,
সেই সুর মিলে যায় দূর হতে দূর।