একটাই মা চাঁদের চেয়েও সাদা

সূর্যমুখী তারুণ্য আমার তোমার
জেগে উঠুক আগুন কোরাস দাউ দাউ করে
কতকাল ধরে রাখবো করতলে কষ্টদগ্ধ জীবন
দিন বদলের এই মাহেন্দ্রক্ষণে ক্ষণে
মানুষের বিপরীত আক্রোশে আর ঘৃণায়
জ্বেলে দাও অবিনাশী গান
পোড়াও এবার অগ্ন্যুৎসব রাজা ও রাজ্যপাট।

স্লোগান ধর রাস্তায় নেমে সব জালিমের বিরূদ্ধে
রাজপথে পড়ে আছে বিবস্ত্র নারীর মৃত দেহ
একদিন এই জোয়ারে ভাসবে তোমার আমার মা
মেয়ে আর বোন। তখনো কি তুমি আকাশের চাঁদ দেখবে তারা গুণবে। চাঁদের চেয়ে সুন্দর মা আজ ক্ষত বিক্ষত হায়নার নখের আচড়ে। হায়নারাও মানুষ তোমার আর আমার মত। প্রতিবাদী হও রুখে দাঁড়াও, যদি না পারো তাহলে জায়গা হবে তোমার আকাশে।

5 thoughts on “একটাই মা চাঁদের চেয়েও সাদা

  1. মানুষের বিপরীত আক্রোশে আর ঘৃণায়
    জ্বেলে দাও অবিনাশী গান …
    পোড়াও এবার অগ্ন্যুৎসব রাজা ও রাজ্যপাট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. প্রতিবাদী হও রুখে দাঁড়াও, যদি না পারো তাহলে জায়গা হবে তোমার আকাশে। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।